শনিবার সন্ধ্যা ৬:০২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

৫৯৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের হাসপাতাল মোড় ও এর আশপাশ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা। সোমবার (৫ আগস্ট) দুপুরে এ উচ্ছেদ অভিযান সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড় এলাকায় পরিচালনা করেন । এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের লোকজন সহ সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সরাইল-নাসিরনগর সড়কে হাসপাতাল মোড় এলাকায় সড়কের আশপাশ সওজের জায়গা অবৈধ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরির পর সেখানে ব্যবসা ফেঁদে  বসেছেন অনেকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ এর পাশাপাশি  কয়েকজন অবৈধ দখলদারকে আর্থিক জরিমানাও করেন। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা বলেন, সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি