শনিবার সন্ধ্যা ৭:৪৫, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে উদীচী’র প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

৬৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সারা দেশে গণপিটুনিতে মানুষ হত্যা, শিশু ও নারীর উপর যৌন নিপীড়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে,হত্যা, গুজব সহ অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁওয়ের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ সাধারণ সম্পাদক ননীগোপাল, সম্পাদক মন্ডলির সদস্য তারেক হোসেন, সদস্য জুই জেসমিন, সিপিবি’র সদর উপজেলা সভাপতি আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস,সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিকা হাবিব বৃষ্টি প্রমুখ।

সমাবেশে বক্তারা সারাদেশে ছেলেধরা গুজবের নামে পিটিয়ে নিরীহ মানুষ হত্যা করা সহ শিশু ও নারীর উপর যৌন নিপীড়নের প্রতিবাদ জানিয়ে কোন স্বজনপ্রীতি না করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এছাড়া ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে এর ব্যর্থতা গুলি তুলে ধরে তা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সমাবেশে চলাকালীন স্থানীয় শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি