বৃহস্পতিবার রাত ১১:৪৯, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা : স্বাধীনতা চাই

৮০০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

এই যে এ দৃশ্য দেখে অবাক
হয়েছিলাম।
সিনেমার কোন একটা দৃশ্য হবে
ভেবেছিলাম।

সিনেমা নয় বিস্তারিত পড়ে
জানলাম।
অারো নিচে যখন নিউজটা
টানলাম।
দেখলাম পড়ে এ এক মৃত্যুর কাহিনি।
স্বামীকে হত্যা করেছে স্ত্রী’র সামনে সন্ত্রাস বাহিনী।

স্বামীকে বাঁচাতে স্ত্রী করেছে
যত’টা করা যায় চেষ্টায়।
কিন্তু পারেনি বাঁচাতে হয়েছিলো
মৃত্যু তাই’তো শুনতে পায়।

এ কেমন দৃশ্য রাত্রী নয়’তো দিনের বেলায়।
স্বাধীন দেশে মানুষ মানুষের জীবন নিয়ে খেলায়।

অামি চিন্তায় মরি হায় কোথায় অাছে বাঁচার স্বাধীনতা ভাই।
যদি অামারো মরণ অাসে
রাজপথে এমনি করে।
কে বাঁচাবে ভেবে না পাই।

অামি স্বাধীনতা চাই।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাম চাই।
অার যেন রাজপথে লাশ না পড়ে
ভাই।
স্বাধীন দেশে কেন স্বাধীনতা নাই।
সন্ত্রাসীদের বিচার কেমন হয় ভাই।

ভেবে না পাই কেন খবরের পাতা উল্টালেই নতুন সব ধর্ষণ অার
হত্যার খবর পাই?
সত্যি অামি স্বাধীনতা চাই।
স্বাধীন ভাবে বাঁচতে চাই।

শাকিল অাহমেদ সৌরভ

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি