শনিবার দুপুর ২:০৪, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করায় কৃতজ্ঞতা আইনমন্ত্রীর

৯০৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সরকারের বিগত মেয়াদে আখাউড়া-কসবায় অনেক উন্নয়ন হয়েছে। এবার উন্নয়নের নুতন অধ্যায় শুরু করব। এ জন্য সবার সহযোগিতা চাই।আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ৩১ মার্চ আখাউড়া উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করায় আখাউড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুজ্জামান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম প্রমুখ।

পরে তিনি সড়ক পথে কসবায় যান। এর আগে তিনি আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

অমিত হাসান অপু : আখাউড়া থেকে

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি