রবিবার দুপুর ২:৩৯, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

সুহিলপুরে ঘাতক বাস কেড়ে নিলো স্কুলছাত্র জুবায়েরের প্রাণ

৯৬৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুরে স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী ঘাতক বাস চাপায় যোবায়ের (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সুহিলপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের সদর উপজেলার উত্তর সুহিলপুরের রাজমিস্ত্রি ইয়াছিন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। ঘটনার পর নিহতের প্রতিবাদে স্থানীয়রা কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, দুপুরে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল যোবায়ের। এসময় কুমিল্লা-সিলেট মহাসড়ক পারাপার হতে গিয়ে আশুগঞ্জগামী একটি দ্রুতগামী দিগন্ত বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত। খবর পেয়ে সদর থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।এদিকে, বাসচাপায় যোবায়ের নিহতের প্রতিবাদের স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি