রবিবার দুপুর ১২:২০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

জীবনের মন্দ বিষয়ে অন্যকে দোষারোপ

৫৮৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

স্বাভাবিকভাবে মানুষ মনে করে, তার জীবনটাকে অন্য কেউ নষ্ট করে ফেলেছে, অথবা সময়ের সাথে সাথে তার জীবনটা নষ্ট হয়ে যায়। আসলেই কি কারো জীবন নষ্ট হয়? বা অন্য কেউ জীবনটাকে নষ্ট করতে পারে?

অন্যদিকে, জীবনটা কি কেউ ঠিকও করতে পারে? আমার মতে না। একজনের জীবন অন্যজন ঠিকও করতে পারে না, আবার নষ্টও করতে পারে না। যার যার জীবন সে নিজেই নষ্ট করে কিংবা গড়ে তোলে। হ্যাঁ, অন্যকেউ সামান্য সহযোগিতা করতে পারে। পথনির্দেশ করতে পারে। তবে সেই পথনির্দেশ গ্রহণের শক্তি আমাকেই বিকশিত করতে হবে।

আবার যেটাকে আমরা সহযোগিতা মনে করি, সেটা প্রকৃত অর্থে সহযোগিতা নাও হতে পারে। অন্যদিকে কারো কাছ থেকে প্রকৃত সহযোগিতা না-পাওয়াটাও আমার জন্য কল্যাণকর হতে পারে কিংবা কল্যাণের পথে এই ‘সহযোগিতা না পাওয়াটাকে’ আমি কাজে লাগাতে পারি, ব্যবহার করতে পারি।

সুতরাং সবশেষে দায়ী কিংবা ফল ভোগকারী আপনি আমি নিজেই। তাই অন্যকে দোষারোপ করে কোনোই লাভ নেই, তা সঠিকও নয়। জীবনকে অর্থবহ করতে, সঠিক পথে পরিচালিত করতে নিজের সর্বাত্মক চেষ্টার, সর্বাত্মক সাধনার কোনো বিকল্প নেই।

মনিরুল ইসলাম রাজু : যাত্রাবাড়ি, ঢাকা

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি