শনিবার রাত ১১:৫২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

কওমি নারী শিক্ষার্থীদের মধ‍্যে বাংলা ভাষা চর্চার উদ্দীপনা ।

৮৫৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কওমি নারী শিক্ষার্থীদের মধ‍্যে বাংলা ভাষা চর্চায় উদ্দীপনা ।

‘বাংলা ভাষায় চলনসই মানের বিশুদ্ধ করে লিখতে পারার প্রত্যয়ে’ প্রখ্যাত সাহিত্যিক ও ভাষা শিল্পী আইয়ুব বিন মঈন এর পরিচালনায় আজ একদিন ব্যাপী আবিম’স ভাষা শিক্ষা কর্মশালা সমাপ্ত হয়েছে । সাভারের সাইয়‍্যিদাতুন নিসা মহিলা মাদরাসায় প্রায় ত্রিশজন শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন । ভাষা ও সাহিত্য নিয়ে আইয়ূব বিন মইন সাহেবের বিশদ আলোচনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততায় কোর্সটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল । বাংলা বানানের বিশুদ্ধতা ও সঠিক প্রয়োগের নিয়মাবলী নিয়ে নাতিদীর্ঘ আলোচনায় খুবই উপকৃত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে । শিক্ষার্থীদের একজন বলেন বাংলা ভাষায় যে ভুলগুলো আমরা অহরহ করে থাকি তার অনেকগুলোর সমাধান আজ আমরা পেয়েছি । শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা এত বেশি ছিল যে একদিনব্যাপী কোর্সের নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও তাদের আগ্রহের কারণে প্রশিক্ষক অতিরিক্ত আরো দুই ঘন্টা বেশি ক্লাস করিয়েছেন । বাংলাভাষা চর্চার প্রতি কওমি শিক্ষার্থীদের বিপুল আগ্রহ দেখে অভিভূত হওয়া ছাড়া উপায় ছিলনা । কোর্স শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি আরো একটি কোর্সের আগ্রহ প্রকাশ করা হয় । সে অনুযায়ী মুহতামিম সাহেব পরবর্তীতে মাদরাসা ছুটিকালীন সময়ে আবারো দীর্ঘমেয়াদি একটি কোর্স আয়জন করার পরিকল্পনার কথা জানিয়েছেন ।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি