মানুষ কাজ করে টাকা উপার্জন করার জন্য। প্রবাসেও যায় টাকা উপার্জনের জন্যই। টাকা দিয়ে সুখ লাভ করতে চায়, সুখ পেতে চায়, সর্বস্তরের ও সর্বশ্রেণির মানুষ। কিন্তু টাকা দিয়ে কি আসলেই সুখ পাওয়া যায়?
আমরা সাধারণত সুখ বলতে বস্তুগত ভোগকেই বুঝি। আসলেই কি সুখের অপর নাম ভোগ? হ্যাঁ, হতে পারে। তবে তখন শান্তি’ বলতে ভিন্ন একটা বিষয় বোঝাবে। সুখ বস্তুগত, শারীরিক এবং স্থুল। আর শান্তি মানসিক, চিন্তা ও জ্ঞানগত এবং কিছুটা বা অনেকটা সূক্ষ্ম।
Some text
[sharethis-inline-buttons]