বুধবার সন্ধ্যা ৭:২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

মাত্র বা‌রো জ‌নের নামা‌জের অনুম‌তি বাস্তবসম্মত নয়

দেশ দর্শন ডেস্ক

মস‌জিদ‌কে য‌দি শুধুই পাঁচওয়াক্ত নামা‌জের জন্য ব্যবহার না ক‌রে বরং এ‌কে শিক্ষা, স‌চেতনতা ও সামা‌জিক কর্মকা‌ণ্ডের কেন্দ্র‌বিন্দু হি‌সে‌বে ব্যবহার করা হ‌তো, ত‌বে মস‌জি‌দে এভা‌বে মুস‌ল্লি সী‌মিত করা হ‌তো না। অবশ্য এখ‌নো সী‌মিত কর‌তে পার‌বে না, য‌দি আমরা সেভা‌বে ব্যবহার কর‌তে পা‌রি।

মাত্র বা‌রো জ‌নের নামা‌জের অনুম‌তি বাস্তবসম্মত নয়। বরং নিরাপদ দূরত্ব বজায় রে‌খে ও স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে মস‌জি‌দের ভেত‌রে জায়গা অনুযায়ী ৩০ থে‌কে স‌র্বোচ্চ ৫০ জন হ‌তে পা‌রে।

সুন্দর আলোচনার আরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আর এর জন্য মস‌জিদগু‌লো সরকা‌রি কিছু বি‌শেষ ব্যবস্থা এবং অনলাই‌নে ইমাম‌দের প্র‌য়োজনীয় প্র‌শিক্ষণ ও দিক‌নি‌র্দেশনা দেয়া যে‌তে পা‌রে। আর এটাই হ‌বে একটা বাস্তবসম্মত পদ‌ক্ষেপ।


বক্তব্য,  ভিডিও

Comments are closed.