বুধবার রাত ১২:০২, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আবির হোসাইন জসিম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারসোমবার (১৬ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  এই তথ্য নিশ্চিত করেন।

গতকাল রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কম ছিল। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম গতকাল তাঁর প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ শতাংশ উপস্থিতির কথা জানান। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া বলেন, গতকাল চতুর্থ শ্রেণির প্রভাতি শাখায় উপস্থিতি কম ছিল। আর দিবা শাখায় উপস্থিতি ছিল ৫০ শতাংশের বেশি।

তবে পূর্ব নির্ধারিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচির কোনও পরিবর্তন আসেনি। যদি কোনও পরিবর্তন আসে তা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী

দুপুর একটায় এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে বলেন, “সরকারের পক্ষ থেকে যা যা সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োজন সব নেওয়া হবে। কোনও ধরনের ঝুঁকি নেওয়া হবে না। তবে বিশেষজ্ঞদের মতামত অনুসারে সকল ব্যবস্থা নেওয়া হবে কারণ ছাত্রদের শিক্ষাজীবনও জড়িয়ে রয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্কুলকলেজ বন্ধ থাকলে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যাবে এমন নয়। শিক্ষার্থীরা যাতে বাড়িতে থাকে তা সবাইকে নিশ্চিত করতে হবে বলেও জানান তিনিএদিকে, আগামী ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাসপরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply