বুধবার দুপুর ১২:৫৩, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

১৮ ফেব্রুয়ারি হযরত সৈয়দ আব্দুল বারী শাহ (রঃ) এর ৪২তম বার্ষিক ওরষ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হযরত সৈয়দ আব্দুল বারী (রঃ) ছিলেন একজন পীরে কামেল এবং বিখ্যাত “আবেগ” গ্রন্থের রচয়িতা

আগামী ১৮ ফেব্রুয়ারি (৫ ই ফাল্গুন) রোজ মঙ্গলবার হযরত সৈয়দ আব্দুল বারী শাহ (রঃ) এর ৪২ তম বার্ষিক ওরষ মাহফিল তার কাজী পাড়াস্হ নিজ বাস ভবনের মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে কোরআন খানি, ওয়াজ মাহফিল, শামা-কাওয়ালী এবং হযরত সৈয়দ আব্দুল বারী শাহ (রঃ) এর প্রণীত “আবেগ” গ্রন্থ থেকে ধর্মীয় সংগীত পরিবেশন করা হবে। পরিশেষে তবারক বিতরণ করা হবে।
সুতরাং উক্ত অনুষ্ঠানে ভক্ত আশেকান ও শুভানুধ্যায়ীগণকে গদীনশীন পীরজাদা সৈয়দ মেজবাহ উদ্দিন বাবু এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হল।

উল্লেখ্য যে, হযরত সৈয়দ আব্দুল বারী (রঃ) ছিলেন একজন পীরে কামেল এবং বিখ্যাত “আবেগ” গ্রন্থের রচয়িতা। প্রতিবছরই এ দিনে তার নিজ মাজার শরীফে বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন ও তবারক বিতরণ করা হয়। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আশেকান, ভক্তবৃন্দ, এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য মানুষ অংশগ্রহণ করে থাকেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply