মঙ্গলবার সকাল ৯:০০, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিতাস নদীর তীরে পুুুুরাতন ব্রীজে এ প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মানবিক কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে সংগঠনটির ৮ জন সদস্যের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ-পর্যন্ত কার্যক্রম বিবেচনা করে তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহাদাত হোসেন, এডভোকেট বায়জিদ হেলাল, এডমিন র্শমিল আক্তার এবং মোডারেট সবুজ, মাসুম’সহ সংগঠনটির বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং সদস্য সদস্যা’বৃন্দ। উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট সেচ্ছাসেবী সানিয়া ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ১০ই জুন স্বেচ্ছাসেবী এ সংগঠন প্রতিষ্ঠা করেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ফজলে রাব্বি। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ সংগঠন বিভিন্ন হতদরিদ্র পরিবার ও শারিরীক প্রতিবন্ধীদের সহায়তা করা’সহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে।

আদিত্ব্য কামাল: নিজস্ব প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন,  সামাজিক সংগঠন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply