ছবি : সেই বৃদ্ধার হাতে স্থানীয় সংসদ সদস্যের মাসিক অনুদান তুলে দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১নং ওয়ার্ড (শিমরাইলকান্দি) যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত ফান্ড থেকে দেয়া “আজীবন মাসিক আর্থিক সহযোগিতা” সেই বৃদ্ধা মহিলার হাতে দেশ দর্শনের পক্ষ থেকে তুলে দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১নং ওয়ার্ড (শিমরাইলকান্দি-ভাদুঘর) যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন। গত শনিবার (২১ মার্চ) বৃদ্ধার শিমরাইলকান্দির মেয়ের ভাড়া বাসায় এ অনুদানের অর্থ তুলে দেয়া হয়।
এর আগের কয়েকবার দেয়ার কোনো ছবি তোলা হয়নি বা নিউজ করা হয়নি। এদিকে দেশ দর্শন সম্পাদক ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় উক্ত জনপ্রতিনিধির কাছ থেকে সেই অনুদানের অর্থ নিয়মিত আনতে পারছিলেন না। ফলে গত বৃহস্পতিবার র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নিজেই ফোন করে বৃদ্ধার খবরাখবর নেন, তার সুস্থতা কামনা করেন এবং দ্রুত তার কাছ থেকে অনুদানের টাকা নিয়ে যাওয়ার কথা বলেন।
উল্লেখ্য যে, গত প্রায় চার বছর ধরে নিয়মিত প্রতিমাসে তাকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে তিনি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগের নিউজ: মৃত্যুপথযাত্রী বৃদ্ধার হাতে মোকতাদির চৌধুরীর অনুদান তুলে দেয়া হচ্ছে
সেই বৃদ্ধাকে ব্রাহ্মণবাড়িয়া এমপি’র আজীবন আর্থিক সহযোগিতা
ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]