শনিবার সকাল ৯:২১, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

সাব্বিব-সাইফুদ্দিনের ব্যাটে দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক

বহু হিসাব-নিকাশ অতঃপর হতাশ অতঃপর আশাা-নিরাশার দোলাচলে অবশেষে টানটান উত্তেজনা সৃষ্টি করে শেষ পর্যন্ত সাব্বির-সাইফুদ্দিনের ব্যাটে ভর করে দোরুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ২৮ বলে ৩৩ করে এখনো অপরাজিত বোলার সাইফুদ্দিন। তাকে সঙ্গ দিচ্ছিলেন মাশরাফি মোর্তজা। এর আগে দারুণ পারফরমেন্স করে বিদায় নেন সাব্বির রাহমান।

বাঙালি চিরকালই আশাবাদী। আট উইকেট পড়ে যাবার পর এখনো তারা আশা করছে। যদি জিতে যায় এটা হবে রেকর্ড। অবশ্য একদিক থেকে জয়ে বেশি দূরেও নেই। ২৭ বলে মাত্র ৪৬ রান লাগে। হাতে আছে দুই উইকেট। এখনো মাটে টানটান উত্তেজনা তৈরি করে রেখেছে সাইফুদ্দিন। দেখা যাক অবশেষে কী হয়!

 

ক্যাটাগরি: সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply