ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত এগ্রোটেক ইন্টারন্যাশনাল লি. ওয়েল মিল ও লে পুলস ডা’ এলেক্স লি. সোয়েটার ফ্যাক্টরির। আজ রবিবার সকালে শ্রমিকদের কাজে যোগদান করতে উল্লেখিত ওয়েল মিল ও সোয়েটার ফ্যাক্টরিতে ঢুকতে দেখা গেছে।
আজ মহান বিজয় দিবসে ছুটি মেলেনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দুটি মিল ফ্যাক্টরির ৫ শতাধিক শ্রমিকের। শুধু বিজয় দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা, শহীদ দিবসসহ অন্যান্য সরকারি ছুটির দিনেও কাজ করতে হয় এসব শ্রমিকদের।
সরকারি ছুটির নির্দেশনাকে অমান্য করে চলছে এ দুইটি ফ্যাক্টরির কার্যক্রম। এ নিয়ে অসেন্তাষ বিরাজ করছে শ্রমিকদের মাঝে। তবে চাকুরি হারানোর ভয়ে কেউ মুখ খুলতে নারাজ।
ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত এগ্রোটেক ইন্টারন্যাশনাল লি. ওয়েল মিল ও লে পুলস ডা’ এলেক্স লি. সোয়েটার ফ্যাক্টরির। আজ রবিবার সকালে শ্রমিকদের কাজে যোগদান করতে উল্লেখিত ওয়েল মিল ও সোয়েটার ফ্যাক্টরিতে ঢুকতে দেখা গেছে।
এ সময় নাম প্রকাশ না করার শর্তে অনেক শ্রমিক অভিযোগ করে জানান, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসসহ অন্যান্য সরকারি ছুটির দিনেও তাদেরকে কাজ করতে হয়। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তাদের চাকুরি থেকে ছাঁটাইয়ের হুমকি দিয়ে থাকেন। তাই নীরবে এসব বৈষম্য সহ্য করে পেটের দায়ে তারা চাকুরি করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলস ডা’ এলেক্স লি. সোয়েটার ফ্যাক্টরির চিফ প্রোগ্রামার জসিম উদ্দিন মণ্ডল জানান, জরুরি ভিত্তিতে সোয়েটার সরবরাহের জন্য বিজয় দিবসসহ অন্যান্য সরকারি দিনগুলোতে বাধ্য হয়ে শ্রমিকদের কাজ করাতে হয়।
অন্যথায় তাদের ফ্যাক্টরিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এজন্য তাদের পক্ষে সরকারি ছুটির নির্দেশনা মানা সম্ভব হয় না।
শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি
ক্যাটাগরি: সারাদেশ
[sharethis-inline-buttons]