রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা বালির ট্র্যাক্টর সেই রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সাড্রাইভার ও যাত্রী আরিফ গুরুতর আহত হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাবার পথে আরিফ মারা যায়।
আজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমরাইলকান্দি খাদ্যগুদামের সামনে (কেউ বলছেন চাষীভবনের সামনে যে বালি ফেলে রাখা হয়েছে সেখানে, সেই মোড়ে) আরিফ আহমেদ (২৩) এক যুবক আকস্মিক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি শিমরাইলকান্দি বিএডিসি মসজিদের ইমাম মাছুম বিল্লাহর আপন ভাগ্নে। আরিফের বাবা আজাদ আহমেদ, শিমরাইলকান্দি হাজিবাড়িতে তাদের বসবাস।
জানা যায়, রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা বালির ট্র্যাক্টর সেই রিক্সাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তার একপাশে বিশৃঙ্খলভাবে বালি ফেলে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে রিক্সার ড্রাইভার ও যাত্রী আরিফ গুরুতর আহত হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাবার পথে আরিফ মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অটো ড্রাইভার হাসপাতালে ভর্তি রয়েছে। বিক্ষুব্ধ জনতা ট্র্যাকটি আটক করে রেখেছে, কিন্তু ট্র্যাক ড্রাইভার পালিয়ে যায়।
এদিকে সরেজমিনে দেখা যায়, আরিফ আহমেদের মরদের তাদের নিজবাড়ি শিমরাইলকান্দি হাজীবাড়িতে নেয়ার প্রস্তুতি চলছে। খবর পেয়ে মরদেহ দেখতে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দায়িত্বরত দুজন পুলিশ কর্মকর্তা। একজনের নাম জানা যায় মোতালেব (এসআই), অন্যজন তার সহযোগী সোহরাব।
আরিফের বাড়িতে চলছে শোকের মাতম। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকাসীও স্তব্ধ-শোকাহত। এভাবে এলাকার একটি লোকাল রাস্তায় এমন দুর্ঘটনা অস্বাভাবিক এবং এই রোডে এই প্রথম এমন দুর্ঘটনা এবং তাতে কেউ নিহত হওয়া। আরিফের বড় ভাই খালেদ আহমেদ ও তার বাবা দেশ দর্শনকে জানান, একটা হত্যা মামলার প্রস্তুতি চলছে। আবাসিক এলাকার ভেতরে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
সংশোধিত
রাত ১০টা ১০ মিনিট
ক্যাটাগরি: প্রধান খবর, ব্রাহ্মণবাড়িয়া, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]