শুক্রবার রাত ১:১৮, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

লইসকাবিলে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে মোকতাদির চৌধুরী

আদিত্ব্য কামাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকাবিলে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে তিনি উপজেলার চম্পকনগরে নিহতের বাড়িতে যান ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে গত ২৭ আগস্ট শুক্রবার বিকাল ৬টায় নৌকা ডুবিতে ২৩ জন নিহত হন।

আদিত্ব্য কামাল : নিজস্ব প্রতিবেদক 

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply