শনিবার সকাল ৯:১৮, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

রোববার থেকে বিদ্যুৎ থাকবে না সিলেট নগরীর যেসব এলাকায়

আবির হোসাইন জসিম

জরুরি মেরামত কাজের জন্য কাল রোববার সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তাছাড়া ২১ জানুয়ারি মঙ্গলবার, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি রোববার এবং ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেরামত কাজের জন্য রোববার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সাগরদিঘীর পাড়, কেওয়াপাড়া, মীরের ময়দান, সুবিদ বাজার আংশিক, ব্লু-বার্ড স্কুল, বাংলাদেশ বেতার, মেডিকেল রোড, ভাতালিয়া, লামাবাজার, মুন্সীপাড়া, রিকাবী বাজার, পুলিশ লাইন, দরগা মহল্লা আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এরপর আবার মেরামত কাজের জন্য ২১ জানুয়ারি মঙ্গলবার ও ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একইভাবে ২৬ জানুয়ারি রোববার এবং ৩০ জানুয়ারি বৃহস্পতিবার নগরীর সাগরদিঘীর পাড়, কেওয়াপাড়া, মীরের ময়দান, সুবিদ বাজার আংশিক, ব্লু-বার্ড স্কুল, বাংলাদেশ বেতার, মেডিকেল রোড, ভাতালিয়া, লামাবাজার, মুন্সীপাড়া, রিকাবী বাজার, পুলিশ লাইন, দরগা মহল্লা আংশিক, দাড়িয়া পাড়া, জল্লার পাড়, জামতলা আংশিক, সরষপুর, মদনমোহন কলেজ রোড, লামাবাজার, কুয়ারপাড়া, ইঙ্গুলার রোড, বিলপাড়, খুলিয়া পাড়া, লালদিঘীর পাড়ের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে মেরামত কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

ক্যাটাগরি: শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply