শুক্রবার বিকাল ৩:১৯, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

মানব কল্যাণ নবীন সংঘের খাদ্য-সামগ্রী বিতরণ

মাহফুজুর রহমান পুষ্প

‘মানবতার কল্যাণে আমাদের পথ চলা’ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাট ও আশপাশের কয়েকটি গ্রামের এক ঝাঁক নবীনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ নবীণ সংঘ’ এর উদ্যোগে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ২০ শে আগস্ট সোমবার সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান পুষ্প এর সঞ্চালনায় এলাকার শতাধিক দুঃস্থ নারী ও পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

 

মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান পুষ্প। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মানব কল্যাণ নবীন সংঘের প্রধান উপদেষ্টা ও তিতাস বার্তা সম্পাদক এমএ মতিন শানু – বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক কুরুলিয়ার সম্পাদক – মোঃ ইব্রাহিম খান সাদাত – ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লাহু মিয়া- কবি অ্যাডভোকেট আবু ইউসুফ – সামাজিক সংগঠন সৌরভ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার নেতা; মোঃ কামরুল হাসান শান্ত – এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহা পরিচালক জান্নাতুল ফেরদৌস কাকন – কেন্দ্রীয় পরিচালক ( শিক্ষা) আফজালুর রহমান রিপন – – জাতীয় সাংবাদিক সংস্থার – কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদিকা – অনু পারভিন, , সৌরভ এর কেন্দ্রীয় পরিচালক ( সাহিত্য) রোকেয়া রহমান কেয়া, , জাতীয় সাংবাদিক সংস্থা :ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা – মাহমুদা আক্তার, , ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সদস্য- টি এম আকরাম ,, এ সময় সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান , যুগ্ম সম্পাদক মোঃ জামির হোসাইন – অ্যাডভোকেট আবু ইউসুফ ., কবি রোকেয়া রহমান কেয়া -,, ইব্রাহিম খান সাদাত ও প্রধান অতিথি এম এ মতিন শানু।

অনুষ্ঠানে বক্তাগণ সংগঠনের মানবতাবাদী কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন মানবতার কল্যাণে মানব কল্যাণ নবীন সংঘের এই মানবিক কাজগুলো নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। আমরা এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি- আমরা আশা করি এই সংগঠনের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ জন আরো বেশী উপকৃত হবে। এসময় অন্যান্য মাঝে আরো উপস্থিত ছিলেন – সংগঠনের সহ-সভাপতি- মোঃ ইসহাক মিয়া – আব্দুস সাত্তার — জুনাইদ মোহাম্মদ, , আব্দুল বাছির, , মোঃ সিদ্দিকুর রহমান – কোষাধ্যক্ষ – মোঃ জাবেদ হোসেন রনি, , মোঃ ফায়েজ মিয়া, মোঃ কাউছার মিয়া – মোঃ আরিফুল ইসলাম ,, মোঃ আনিস, মোঃ সোহেল রানা, , ওমর ফারুক সজিব, মোঃ সিরাজুল ইসলাম – ,, ইয়ার রহমান, , জনি ও মোঃ হায়দার আলী প্রমুখ।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply