মঙ্গলবার রাত ২:৫০, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা নভেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শাহজাদ ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল

খায়রুল আকরাম খান

এ আসনে নিবাচনীযুদ্ধে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়ার অবস্থান খুবই শক্ত। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক। অন্যদিকে রাজনীতি ও মানবসেবার পাশাপাশি তিনি দীর্ঘবছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টে আইন পেশায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ঐক্রফ্রন্টের দশজনসহ বিভিন্ন দলের মোট ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা যায়। এর মধ্যে বিএনপির একজন প্রার্থীর এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-জেএসডির প্রার্থী এডঃ তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তৃণমূলে চলছে তুমুল আলোচনা। শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে কে ঐক্রফ্রন্টের প্রার্থী হচ্ছেন- এ অপেক্ষায সবাই।

এ আসনে নিবাচনীযুদ্ধে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়ার অবস্থান খুবই শক্ত। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক। অন্যদিকে রাজনীতি ও মানবসেবার পাশাপাশি তিনি দীর্ঘবছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টে আইন পেশায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

এক সময় বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিল এ আসনটি। তবে ২০০৮ সাল থেকে আসনটি মহাজোটির অন্যতম শরীকদল জাতীয় পার্টির দখলে। একাদশ জাতীয় সংসদ র্নিবাচনে ঐক্যফ্রন্টের অন্যতম শরীকদল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-জেএসডির একক প্রার্থী হিসেবে এডঃ তৈমুর রেজা মোঃ শাহজাদ ভূঁইয়া দল থেকে মনোনয়ন পেয়েছেন এ আসনে।

এবার মহাজোটের অন্যতম শলীক দর আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের শরীকদল বিএনপির মধ্যে প্রচণ্ড কোন্দল রযেছে। এ ছাড়াও উক্ত দুই পার্টির প্রার্থী ও বর্তমান এমপি জাতীয় পার্টির প্রার্থী এডঃ জিয়াউল হক মৃধার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে তৃণমূল পর্যায়ে। তাই ব্রাক্ষণবাড়িয়া আইনজীবী সমিতি- বারের উদীয়মান আইনজীবী, সৎ, সাহসী ও অমায়িক ব্যক্তিত্ব তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়া সুবিধাজনক অবস্থানে রয়েছেন। সুতরাং তিনি ঐক্যফ্রন্ট থেকে চূড়ান্ত মনোনয় পেলে বিপুল ভোটে বিজয়ী হাবেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

 

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply