শনিবার সকাল ৮:০৯, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

সোহান মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়ার সদ্য বদলীর আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানকে ‌’ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন’ ও ‘বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে ও ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেদায়ায়েতুল্লাহ মুন্না আজিজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আল-আমিন শাহিন, উপাধ্যক্ষ জসিম উদ্দীন বেপারী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মনির হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাত হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বিদায়ী জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করে তার কর্মজীবনের সাফল্য কামনা করেন। সংবর্ধনার জবাবে রেজওয়ানুর রহমান বলেন, চাকরি জনিত কারণে অন্যত্র চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়াবাসির ভালবাসার কথা কোনোদিন ভুলব না। তিনি তার দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাপক সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply