শনিবার রাত ৯:৫১, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম

জাকারিয়া জাকির

করোনার সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ২য় দিন লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকানপাট। তবে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ খোলা রয়েছে। সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যানবাহন চলাচল করছে।

সরেজমিনে দেখা গেছে, লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। সড়কে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে দোকানপাট খোলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন হায়াত উদ-দৌলা খানের নেতৃত্বে পুলিশ সুপার আনিসুর রহমান, সেনাবাহিনী, বিজিবি, র্যাবের একটি দল বিভিন্ন স্থানে পরিস্থিতি পরিদর্শন করছে।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। মাঠে সেনাবাহিনীর টিম ছাড়াও তিন প্লাটুন বিজিবি-র‌্যাব, পাঁচ শতাধিক পুলিশ এবং ৩০-৩৫টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

ক্যাটাগরি: বিশেষ প্রতিবেদন,  ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply