শুক্রবার বিকাল ৩:২০, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আদিত্ব্য কামাল

নিহত শাহীনের ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে উঠে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক শাহীন মিয়া (২৫) শহরের মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহীন সাধারণত রাতে জেলা শহরে অটোরিকশা চালায়। বৃহস্পতিবার রাতে যাত্রী বেশে উঠে তার অটোরিকশাটি উলচাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরই মাঝে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।

আদিত্ব্য কামাল: নিজস্ব প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply