সবশেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্য আরাফা জাহান আইরিন, রুমি জান্নাত, অন্তু, সাইমা আক্তার। গান পরিবেশন করেন বন্ধু নবনিতা রায় বর্মন, তাসদিদ ও আমির হামজা। কবিতা আবৃতি করেন বন্ধু শাহজাহান।
গত ০৪ নভেম্বর রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বন্ধুসভার সহসভাপতি লিমন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিানিধি শাহাদাত হোসেন ও বন্ধুসভার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ওসমান গণি সজিব, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল-আমিন শাহীন, তিতাস সাহিত্য একাডেমির পরিচালক মনির হোসেন ও ড্রীম ফর ডিজএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ।
বক্তাগণ প্রথম আলোর ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রথম আলোকে আরো বলিষ্ঠ ভুমিকা রাখার জন্য আহ্বান জানান তারা। বক্তব্যের এক পর্যায়ে নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, যেদিন র্সবপ্রথম প্রথম আলো বাজারে এসেছিল, আমি পত্রিকাটি কিনেছি, সমস্ত পত্রিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। খুঁজলে এখনো সম্ভবত আমার ছাত্রজীবনের ট্রাঙ্কে পত্রিকাটি পাওয়া যাবে। এখনো আমি প্রতিদিন প্রথম আলো পড়ি। যদি কোনো বিশেষ কারণবশত না পড়তে পারি তাহলে আমার অতৃপ্তি থেকে যায়। মৃত্যুবধি প্রথম আলো পড়ে যাব।
আল-আমিন শাহীন তার বক্তব্যে বলেন, প্রথম আলো শুধুমাত্র সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়, এটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও করে থাকে। এর পাঠক সংগঠন বন্ধুসভা সমগ্র বাংলাদেশে নিজ উদ্যোগে নানা রকম সামাজিক কল্যাণ করে আসছে। তিনি নিজেও বন্ধুসভার একজন সদস্য ছিলেন বলে দাবি করেন। অতিথিদের বক্তব্য শেষে অধ্যক্ষ সোপানুল ইসলাম আলোর পথে ও ভালোর সাথে থাকার এবং জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকার শপথ বাক্য পাঠ করান। সবশেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্য আরাফা জাহান আইরিন, রুমি জান্নাত, অন্তু, সাইমা আক্তার। গান পরিবেশন করেন বন্ধু নবনিতা রায় বর্মন, তাসদিদ ও আমির হামজা। কবিতা আবৃতি করেন বন্ধু শাহজাহান।
ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া
[sharethis-inline-buttons]