শুক্রবার দুপুর ২:৫২, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় আরও এক বৃদ্ধার মরদেহের সন্ধান

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত ২৭ আগস্ট নৌকাডুবির ঘটনায় নিহতের তালিকায় আরও একজন নারীর নাম যুক্ত হয়েছে। এ-নিয়ে নৌ-দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩জনে দাঁড়ালো। নিহত নারীর নাম জামিলা বেগম (৬৫)। নিহত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী।

রবিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।

মোহাম্মদ রুহুল আমিন জানান, নৌ-দুর্ঘটনায় নিহত আরও এক নারীর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে জামিলা বেগমের স্বজনরা তার মরদেহ নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মরদেহ কবর দিয়ে দেওয়া হয়। আজকে এই বিষয়ে জানতে পেরে তার বাড়িতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিলা বেগমের মৃত্যুর প্রত্যয়ন করেছেন।

তিনি আরও জানান, ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন থেকে তার পরিবারকে ২০হাজার টাকা প্রদান করা হয়েছে।
আদিত্ব্য কামাল : নিজস্ব প্রতিবেদক 

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply