মঙ্গলবার রাত ২:২৬, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ২ শিশুর মরদেহ বিল থেকে উদ্ধার

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বিল থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে হোসাইন ও মোরসালিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরেনি।

মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. হোসাইন (৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোরসালিন (৬)।

পরিবার সূত্রে জানান যায়, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পায়নি। পরে পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় ওই দুই শিশুর নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়। আজ মঙ্গলবার সকালে ডালপা গ্রামের কোইল্লার বিলে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে তাদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফয়সাল আহমেদ।

আদিত্ব্য কামাল: নিজস্ব প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply