শনিবার সকাল ৮:২১, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় জামাতের আমিরসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্বচনের পূর্বে আরেক দফা গ্রেফতার কার্যক্রম চালাচ্ছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির গোলাম সারোয়ারসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে সরাইল বিশ্বরোড মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, ‘উপজেলার বিশ্বরোড মোড়ের একটি আবাসিক হোটেলে  বৈঠক করার সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। নাশকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে রাষ্ট্রবিরোধী কাজের ষড়যন্ত্র করছিল তারা। তাদের বিরুদ্ধে সরাইল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আটক বাকি চার জন হলেন- জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান, সরাইল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এনাম খাঁ, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের জামায়াত নেতা মো. শাহজাহান ও একই উপজেলার ভূরিশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মো.সায়েদ আলী।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply