শুক্রবার রাত ১:১৮, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে আজ শুক্রবার ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, শুক্রবার সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে দেখতে পায় এক নারীর লাশ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ওই মহিলা ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে, তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য ওই মহিলার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply