ব্রাহ্মণবাড়িয়া সদর এমপির মাসিক অনুদান তুলে দিচ্ছেন দেশ দর্শন এর ব্যুরো চীফ খায়রুল আকরাম খান এবং স্পেশাল করেসপন্ডেন্ট শামীমা আক্তার শাম্মী
ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত ফান্ড থেকে দেয়া মাসিক অনুদান সেই বৃদ্ধা মহিলার হাতে তুলে দিচ্ছেন দেশ দর্শন এর ব্যুরো চীফ খায়রুল আকরাম খান এবং স্পেশাল করেসপন্ডেন্ট শামীমা আক্তার শাম্মী।
গতকাল রবিবার (২১ অেক্টোবর) সন্ধ্যায় প্রায় ১২২ বছরের একান্ত অসহায় এ মহিলার নিজ বাড়িতে উপস্থিত হয়ে তারা গত তিন মাসের এ অনুদান তুলে দেন। এ সময় বৃদ্ধার এক মেয়ে বিশাখা রানী দাস এবং তার নাতনী খেলন রানীও উপস্থিত ছিলেন।
এর আগে গত আগস্টেও তার হাতে অনুদান তুলে দেন দেশ দর্শন সম্পাদক জাকির মাহদিন।
উল্লেখ্য যে, পাক্ষিক দেশ দর্শনের ষষ্ঠ সংখ্যায় (২৮ ফেব্রুয়ারি-২০১৬) প্রধান প্রতিবেদক খায়রুল আকরাম খান “১২০ বছর বয়সের চরম অসহায় এক বৃদ্ধা : একবেলা খাবার জুটাতে এতিম নাতনীকে সঙ্গে নিয়ে লাঠি ভর করে সারাদিন হেঁটে হেঁটে মুড়ি বিক্রি” শিরোনামে একটি মানবিক প্রতিবেদন করেন। এটি ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের জনপ্রতিনিধি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি সম্পাদককে ডেকে তার ব্যক্তিগত ফান্ড থেকে সেই মহিলাকে মাসিক দুই হাজার টাকা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন এবং চলতি মাসের টাকা নগদ দিয়ে দেন। পরবর্তীতে প্রতিমাসে তার কাছ থেকে টাকা আনার জন্য সম্পাদককে অনুরোধ করলে তিনি খুশিমনে রাজি হন এবং সেই জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া
[sharethis-inline-buttons]