সোমবার রাত ১:৪১, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

প্রিয় ভ্যালেন্টিনোর মৃত্যুবার্ষিকী আজ

জান্নাতুল কারার তিথি

“তোমার সেই পূণ্যের মোড়কে জড়ানো ভালোবাসা আজ পাপের ডোবায় কলুষিত হচ্ছে প্রতিদিন আর সেই পাপের উদযাপন করে যাচ্ছি আমরা তোমার মৃত্যুদিনে। বড্ড অভিমান আজ তোমার ভালোবাসার বুকে।”

প্রিয় ভ্যালেন্টিনো, প্রথমে হৃদয়ের অন্তস্থল থেকে আমার শ্রদ্ধা নিয়ো। আজ তোমার মৃত্যুবার্ষিকী। নির্মম এই দুনিয়া আর তার মানুষগুলো থেকে রক্তাক্ত হয়েছিলে এই দিনে, আর সফেদ সাদা পোশাকে সাজিয়ে হয়েছিলো তোমার অন্তিম শয্যা! তাই বুঝি আজকের দিনের পোষাক হয়েছে লাল।

প্রিয়জনের মৃত্যু হলে খুব শ্রদ্ধা ভরে সবাই স্মরণ করে। তার স্মৃতিগুলোকে আকড়ে ধরে বিধাতার কাছে প্রার্থনা করে। তার অন্তিম ইচ্ছা পালনের প্রত্যয় নিতে দেখি সবাইকে। অনেককে আবার সেই ইচ্ছা পুরণ করার চেষ্টা করতে দেখেছি। শুধু তোমার বেলায় দেখি তার উল্টো।

তোমার মৃত্যুতে উৎসব হতে দেখি। প্রিয়তম-প্রিয়তমাদের “হ্যাপি ভ্যালেন্টাইন” দিয়ে রক্তাক্ত লাল রঙে সাজতে দেখি। শুধু দেখি না তোমার মতো কাউকে ভালোবাসতে। সবাই ভ্যালেন্টাইন বলে দিবস উদযাপন করলেও দেখি না তোমার মতো ভালোবাসতে। তোমার রক্তে পাওয়া দিন আছে ঠিকই, শুধু সেখানে নেই তোমার ভালোবাসার ছোঁয়া। প্রেমিক  প্র‌েমিকার স্পর্শেও নেই তার ছোঁয়া।

আরো পড়ুন> নতুন সড়ক পরিবহন আইনের সমস্যাগুলো

ভালোবাসায় ডুবে থেকেও এদের ভিতর নেই কোন ভালোবাসা। তোমার ভালোবাসা এখন প্রিয়তম-প্রিয়তমাদের ‘চাহিদা’ ব্যতীত কিছুই নয়। কি মিথ্যা ভালোবাসায় ডুবে আছে সবাই। একি সত্যি ভালোবাসা নাকি নাটকীয়তা?

“তোমার মৃত্যুতে উৎসব হতে দেখি। প্রিয়তম-প্রিয়তমাদের “হ্যাপি ভ্যালেন্টাইন” দিয়ে রক্তাক্ত লাল রঙে সাজতে দেখি। শুধু দেখি না তোমার মতো কাউকে ভালোবাসতে। সবাই ভ্যালেন্টাইন বলে দিবস উদযাপন করলেও দেখি না তোমার মতো ভালোবাসতে। তোমার রক্তে পাওয়া দিন আছে ঠিকই, শুধু সেখানে নেই তোমার ভালোবাসার ছোঁয়া।”

ভ্যালেন্টিনো, তুমি কি জানো সময়ের ঘড়িতে আজ সবকিছু হারিয়ে গেছে? ভালোবাসা হারিয়েছে তার বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা। ভালোবাসা নামের এই শব্দটার এখন অনেক অভিমান। তাকে তুমি যেভাবে অমর করেছিলে, এখন তাকে সেভাবে আঘাত করা হয়।

তোমার সেই পূণ্যের মোড়কে জড়ানো ভালোবাসা আজ পাপের ডোবায় কলুষিত হচ্ছে প্রতিদিন আর সেই পাপের উদযাপন করে যাচ্ছি আমরা তোমার মৃত্যুদিনে। বড্ড অভিমান আজ তোমার ভালোবাসার বুকে।

লেখকের সব লেখা

তোমার অভিমানী ভালোবাসা মাঝে মাঝে কারো কারো দুয়ারে হানা দেয়। কেউ কেউ তার অনুভব পায়। সেই অনুভবে যখন প্রিয়তম-প্রিয়তমারা তোমাকে স্মরণ করে তখন তোমার ত্যাগ হয়তো স্বার্থক হয়। কারো কারো ভালোবাসা থাকে হয়তো চাহিদার উর্দ্ধে। কেউ কেউ হয়তো সত্যি ভালোবাসে। কারো কারো “হ্যাপি ভ্যালেন্টাইন”-এ হয়তো সত্যি পূণ্যের ছোয়া থাকে।

ভালো থেকো তুমি ওপারে। তোমার রক্তে যে ত্যাগ ছিলো সেই ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমার সাদা-কালো ভালোবাসার শুভেচ্ছা তোমায় জানাই। ইচ্ছে হলে এতো লালের ভিড়ে এই সাদা-কালোর ক্ষুদ্র ভালোবাসাটুকু নিয়ো।

ইতি: তিথি

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ: জান্নাতুল কারার তিথি

[sharethis-inline-buttons]

Leave a Reply