এই খেলার স্বাধই আলাদা। যার তুলনা নাই। ছোটবেলায় বিশেষ একধরনের গাছের সাদা ফুল মুখে দিয়ে মধু খেতাম। সেই মধু খাওয়ার স্বাধকেও হার মানায় এই খেলা।
সবাই খেলে। সব কিছুই খেলে। পুকুরের পানি ঢেউয়ের সাথে খেলে। টুনটুনি খেলে গাছের পাতার সাথে। বাচ্চা-শিশুরা চৈত্রের রোদে লাল ফড়িংয়ের সাথে। তালগাছের ডানা বাতাসের সাথে। মেঘ আকাশের সাথে। নিকষ আঁধার রাতে নির্ঘুম চাঁদ খেলে বেড়ায় চন্দ্রালোকের সাথে। প্রাণীকুল প্রকৃতির সাথে আর কর্মজীবি মানুষ রাত পোহাবার পরক্ষণেই জীবনের খেলায় মেতে উঠে সময়ের সাথে।
এই খেলার স্বাধই আলাদা। যার তুলনা নাই। ছোটবেলায় বিশেষ একধরনের গাছের সাদা ফুল মুখে দিয়ে মধু খেতাম। সেই মধু খাওয়ার স্বাধকেও হার মানায় এই খেলা। একফালি পেয়াজ আর একটি বোম্বে মরিচে হালকা নুনের ভর্তা দিয়ে মাটির বাসনে গ্রামের চাকরের পান্তা খাওয়ার তৃপ্তিকেও ভুলিয়ে দেয় এই স্বাধ। এ খেলা চিরন্তন। চলবে চিরকাল। আকাশে চন্দ্র-সূর্য্য আছে যত কাল।
ক্যাটাগরি: পাঠকের মত, মিনি কলাম
[sharethis-inline-buttons]