শনিবার দুপুর ১:৪৯, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

নেতাপেতা ও প্রশাসনের দালালিতে ব্যস্ত দুর্গাপুরের সাংকবাদিকরা

জুনায়েদ আহমেদ

মানুষ খাবার পাচ্ছে না। না খেয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে। সাংবাদিকরা এসব বিষয় তুলে না ধরে কিছু টাকার লোভে নেতাপেতারা যেখানে সীমিত কয়েকজনকে অল্প চাইল-ডাইল দিচ্ছে এগুলো মিডিয়ায় তুলে ধরছে। প্রশাসনের কর্মকর্তগণ কোথায় পানি ছিটাচ্ছেন, কীভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে এগুলো তারা সুন্দর করে তুলে ধরে।

করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক শহরে। এক জেলা থেকে অন্য জেলায়। এর আক্রমণ থেকে বাঁচতে সরকার তৃতীয় দফা সাধারণ ছুটির সময়-সীমা বাড়িয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, লম্বা একটা সময় ব্যবসা-বাণিজ্য গণপরিবহণ, কাজ-কাম সবকিছুই বন্ধ থাকবে। এ দীর্ঘ সময়ে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা কীভাবে চলবে- এ চিন্তায় দিশেহারা নেত্রকোনা দুর্গাপুরের হতদরিদ্র মানুষেরা।

এ কয়েক সপ্তাহেই তাদের জমানো টাকা-পয়সা সব শেষ। সরকারি সহযোগিতাও তারা ঠিকঠাক পাচ্ছে না। ইতিমধ্যে অনেকে খেয়ে না খেয়ে দিন খাটাচ্ছে। পরিবার-পরিজন নিয়ে অত্যাধিক দুশ্চিন্তায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এ অবস্থায় সামনের দিনগুলো তারা কীভাবে পার করবেন তা ভেবে কোনো কূলকিনারা পাচ্ছেন না।

এ অসহায়, অভাবি মানুষগুলোর দুঃখ, দুর্দশা, সমস্যার কথা সেখানকার সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসার কথা থাকলেও তা হচ্ছে না। সাংবাদিকরা “পাতিনেতা” ও প্রশাসনিক কর্মকর্তাদের নামমাত্র ত্রাণ দেওয়ার সংবাদ প্রকাশ করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে কোনো সংবাদ প্রকাশ না করে সবসময় তাদের গুণগান গাওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এতে সাংবাদিকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গাপুরের নিম্নবিত্ত ও সাধারণ মানুষ।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এই প্রতিবেদকে জানান, মানুষ খাবার পাচ্ছে না। না খেয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে। সাংবাদিকরা এসব বিষয় তুলে না ধরে কিছু টাকার লোভে নেতাপেতারা যেখানে সীমিত কয়েকজনকে অল্প চাইল-ডাইল দিচ্ছে এগুলো মিডিয়ায় তুলে ধরছে। প্রশাসনের কর্মকর্তগণ কোথায় পানি ছিটাচ্ছেন, কীভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে এগুলো তারা সুন্দর করে তুলে ধরে। আমাদের অসুবিধা নিয়ে তারা তেমন কোনো খবর প্রচার করে না। অথচ সাংবাদিকদের কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলো তুলে ধরা। তবে সব সাংবাদিক এমন না। কেউ কেউ তাদের দুঃখ-কষ্টগুলোও তুলে ধরার চেষ্টা করছেন বলেও জানান তারা।

এ বিষয়ে দুর্গাপুরের একাধিক সাংবাদিককে প্রশ্ন করেছিলো এই প্রতিবেদক। তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একটি পোর্টালের সম্পাদক জানান, সাংবাদিকরা নেতাপেতা ও প্রশাসনের দালালি করছে এমনটা তিনি মনে করেন না। আর তারা এখন বের হতে পারছেন না। তাই মানুষের সমস্যাগুলোর কথাও জানতে পারছেন না বলে জানান তিনি।

জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply