মঙ্গলবার রাত ১১:৪৪, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

নিষেধাজ্ঞা ভঙ্গ করে টিসিবির গণজমায়েতে পণ্য বিক্রি

জুনায়েদ আহমেদ

মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে গত কয়েকে দিন আগে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সবধরণের গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। সেই নিষেধাঙ্গা অমান্য এবং গণজমায়েত করে দেশের বিভিন্ন জায়গায় সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

এরই ধারাবাহিকতায় আজ এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে ট্রাকে করে চিনি, ডাল, তেল বিক্রি শুরু করে টিসিবি। এ সময় লাইন ধরে মানুষকে এসব পণ্য কিনতে দেখা যায়। এসব পণ্য তুলনামূলক কিছুটা কম দামে কিনতে পারলেও মাপে কম দেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা।

টিসিবি চিনি, ডাল ৫০টাকা আর তেল ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে বলে জানা যায়। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে পণ্য বিক্রি করায়  অনেকে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, সরকারি সংস্থায়ই যদি সরকারি বিধিনিষেধ না মানে, তাহলে জনসাধারণ কীভাবে মানবে?

জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: প্রধান খবর,  ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply