মঙ্গলবার সকাল ৯:০৯, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

নবীনগরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী মর্জিনা বেগম (৬০) নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।ঘাতক স্বামী হামিদ মিয়া (৬৫) পলাতক রয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আমিনুর রশীদ বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী হামিদ তার স্ত্রীর মাথায় লোহার শাফল দিয়ে আঘাত করে। পরে পরিবার অন্য সদস্যরা গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরন করে।লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply