মঙ্গলবার সকাল ৮:৪৮, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

নবীনগরে স্ত্রীকে আঘাত করে হত্যার স্বামী গ্রেফতার

আদিত্ব্য কামাল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের নিখলী গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লোহার শাফল দিয়ে মাথায় আঘাত করে হত্যার মামলার আসামী হানিফ মিয়া(৬৫) কে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার বেলা ১১ টার দিকে পুলিশ তাকে বাঞ্ছারামপুর এলাকা হতে গ্রেফতার করেন। এর আগে মাকে হত্যার দায়ে বড় ছেলে আবুল বশর বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, গত বুধবার নিখলি গ্রামের হানিফ মিয়া (৬৫) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মর্জিনা বেগমকে (৫৫) শাবল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মর্জিনা বেগমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, বড় ছেলের দায়ের করা হত্যা মামলার আসামী হানিফ মিয়াকে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারা জবাবন্দিতে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

আদিত্ব্য কামাল: নিজস্ব প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply