শনিবার দুপুর ১:৫৪, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

দেওয়ানবাগী কর্তৃক বন্ধ হওয়া মাদরাসার মাহফিল ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে

জুনায়েদ আহমেদ

নারায়নগঞ্জ বন্দর উপজেলার দেওয়ানবাগ গ্রামে কথিত পীর দেওয়ানবাগীর মাজার সংলগ্ন ঐতিহাসিক জামিয়াতুশ শুহাদা দেওয়ানবাগ মাদরাসার বার্ষিক মাহফিল দেওয়ানবাগীর চক্রান্তে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার (২৯, ৩০ সে জানুয়ারি) দুই ‍দিনব্যাপী এ মাহফিল মাদরাসা সংলগ্ন দেওয়ানবাগ ঐতিহাসিক ঈদগামাঠে অনুষ্ঠিত হবে।

মাদরাসা সূত্রে জানা যায়, মাদরাসাটি দেওয়ানবাগীর মাজারের একেবারে নিকটবর্তী হওয়ায় মাদরাসার যেকোনো কাজ বা অনুষ্ঠানে দেওয়ানবাগী অথবা তার ভক্তরা বাধা দেয়ার চেষ্টা চালায়। তাদের দাবি, মাহফিল হলে আমন্ত্রিত বক্তারা দেওয়ানবাগীর বিরুদ্ধে কথা বলেন। এজন্য তারা কতিপয় অসাধু প্রশাসনিক কর্মকর্তাকে টাকা দিয়ে ‍নিরাপত্তা বিঘ্ন হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মাদরাসার বার্ষিক মাহফিলটি বন্ধ রেখেছে। বিগত বছরগুলোতে মাদরাসা কর্তৃপক্ষ বেশ কয়েবার মাহফিল করার উদ্যোগ নিলেও প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এবারও মাহফিল হবে কি না,তা নিয়েও আছে সংশয়-সন্দেহ। তবে মাদরাসা কর্তৃপক্ষ আশা করছেন এবারের মাহফিলটি হবে।

দুই দিনব্যাপী মাহফিলে প্রথম দিন ওয়াজ করবেন, আল্লামা আহমদ শফী সাহেবের ছেলে মাওলানা আনাস মাদানী, হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতী মিজানুর রহমান, মুফতী আব্দুস সাত্তার, মাওলানা ইব্রাহীম খলিল মাদানী।দ্বিতিয় দিন ওয়াজ করবেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা ফজলে এলাহী, মাওলানা আশরাফ আলী, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মুফতী কবির হোসাইন।

এদিকে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ায় মাদরাসাছাত্র ও এলাকাবাসীর মাঝে অন্যরকম আমেজ বিরাজ করছে।সবাই খুশিতে আত্নহারা।তারা মাহফিল সফল হওয়ার দোয়া করছেন আর অপেক্ষা করছেন কাংখিত বৃহস্পতি, শুক্রবারের।

জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply