নিজের স্বার্থে নয়, জীবনের শেষ মুহূর্তটুকু মানুষের কল্যাণে নিবেদন করার জন্যেই আবার প্রার্থী হয়েছি। তিনি ত্রিশালের উন্নয়নের স্বার্থে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সাংবাদিকদের মাধ্যমে মুক্তিকামী জনতার কাছে ভোট প্রার্থনা করেন।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি এমপি নির্বাচিত হলে আমার স্বপ্ন ত্রিশাল উপজেলাকে জেলায় রূপান্তরিত করার সর্বাত্মক চেষ্টা করা। তিনি বলেন, ১৯৯৬ সালে আমি এমপি নির্বাচিত হয়ে ত্রিশালের ব্যাপক উন্নয়ন করেছিলাম। বিশেষ করে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ও মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছিলাম। পূনরায় এমপি নির্বাচিত হলে অনুরূপ উন্নয়নে আত্মনিয়োগ করবো।
নিজের স্বার্থে নয়, জীবনের শেষ মুহূর্তটুকু মানুষের কল্যাণে নিবেদন করার জন্যেই আবার প্রার্থী হয়েছি। তিনি ত্রিশালের উন্নয়নের স্বার্থে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সাংবাদিকদের মাধ্যমে মুক্তিকামী জনতার কাছে ভোট প্রার্থনা করেন। আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী গতকাল বৃহস্পতিবার তাঁর বাস ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ক্যাটাগরি: সারাদেশ
[sharethis-inline-buttons]