বুধবার দুপুর ১২:৪২, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

তৈমুর রেজা শাহজাদ জেএসডি’র পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র জাতীয় কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়া কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জেএসডি’র জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে

গত ২৮ ডিসেম্বর ২০১৯ জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন। তবে কেন্দ্র থেকে চিঠি দিয়ে নিশ্চিত করা হয়েছে গত ৩ ফেব্রুয়ারি।

অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে

এদিকেদেশ দর্শনকে এক সাক্ষাৎকারে তৈমুর রেজা শাহজাদ বলেন, পরিবেশ বলতে তিনি শুধুই প্রাকৃতিক পরিবেশ বোঝেন না। বরং একটি জাতি ও রাষ্ট্রের নাগরিকদের বাকস্বাধীনতা, জীবনের নিরাপত্তাসহ সামগ্রিক পরিবেশ বোঝেন। সেই সূত্রেই অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জেএসডি’র ঘোষিত নীতি বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply