বুধবার দুপুর ১২:৫৬, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

তাবলীগের দুগ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া: একজন নিহতের খবর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তাবলীগের সাদপন্থী ও জুবায়েরপন্থী দুই গ্রুপের দ্বন্দ্ব এখন কঠিন আকার ধারণ  করেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার মধ্য পাড়ারদিকে এক জনের মৃত্যুর খবরও পাওয়া যায়।

বেশকিছুদিন ধরে সাআদপন্থীরা ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করার প্রতিবাদে  অবরোধ কর্মসূচি পালন করেছে জুবায়েরপন্থীরা। গতকাল ২৩ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ফকিরাপুলে (সদরথানা সংলগ্ন) এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলে  প্রায় সন্ধ্যা পর্যন্ত।

এ বিষয়ে জুবায়েরপন্থীদের সাথে কথা বলে জানা যায়, শহরের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া ইউনুছিয়া বন্ধ থাকায় সাআদপন্থীরা এটাকে সুযোগ মনে করে শহরের কয়েকটি জায়গায় অবস্থান নেয়। পরে জুবায়েরপন্থীদের প্রতিবাদের প্রেক্ষিতে প্রশাসন তাদেরকে শহর থেকে বের করে দেয়ার আশ্বাস দিলেও  প্রায় দশ- বারো দিন হয়ে যাচ্ছে,  কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্যহয়ে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

এদিকে অবরোধ থাকায় রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

 

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply