শনিবার সকাল ৭:৩৮, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

জাহাঙ্গীর আলম বিপ্লব গুরুতর অসুস্থ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অনলাইন এক্টিভিস্ট ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম বিপ্লব (পাওয়ার হাউজ রোড, ব্রাহ্মণবাড়িয়া) গুরুতর অসুস্থ। তার ছোট ভাই পল্লবের এক ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, অাজ সকালে তিনি স্ট্রোক করেছেন। তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় পল্লবের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সে মুহূর্তে তারা এম্বুলেন্সে নরসিংদী অতিক্রম করছেন। জাহাঙ্গীর আলম বিপ্লবের পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য যে, তিনি একজন অনলাইন এক্টিভিস্ট ও সমাজকর্মী। সমাজের বিভিন্ন দুঃখ-দুর্দশায় থাকা মানুষের জন্য তিনি সবসময় কিছু করতে চেষ্টা করেন। তার গ্রামের ও আশপাশের অনেক হতদরিদ্রকে তিনি আর্থিক সহযোগিতা ও অন্যান্যভাবে স্বাবলম্বী করতে চেষ্টা করেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

One response to “জাহাঙ্গীর আলম বিপ্লব গুরুতর অসুস্থ”

Leave a Reply