মঙ্গলবার বিকাল ৫:৩৯, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

জাতীয় সঙ্গীত ও জঙ্গিবাদ

হাসান আল মাহমুদ

বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করার কোনো চেতনা নাই

সম্প্রতি একটি মাদরাসায় প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গেয়ে জঙ্গিবাদ বিরোধী শপথ অনুষ্ঠান হয়েছে। জানি না তারা কোন প্রেক্ষাপটে এমন করেছেন। তবে, আমাদের এমন জাতীয় সঙ্গীতে জঙ্গিবাদ দূর করার কোনো চেতনা আছে বলি আমি মনে করতে পারি না। এ আমার ব্যর্থতা বলুন আর আমার গভীর চিন্তা যাই বলুন।

আমার একান্ত বিশ্বাস হলো- বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করার কোনো চেতনা নাই। এমনকি আমি এ সোনার বাংলা গানে দেশপ্রেমের কোনো চেতনাও দেখি না। ইসলাম আমাকে মাটি, মানুষ ও দেশপ্রেমের যে সবক দিয়েছে- তাতেই আমি চেতনা পাই।

ক্যাটাগরি: পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply