শনিবার সকাল ৯:০৭, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঘরবাড়ি নেই, পরিবার নিয়ে পথে পথে ঘুরেন মনিরামপুরের হাফিজুর

আমিরুল ইসলাম জিবন

যশোরের মণিরামপুরের পট্টি গ্রামের হতদরিদ্র ভ্যান চালক হাফিজুর রহমান। স্ত্রী, বিধবা এক মেয়ে, এক নাতি, দুই ছেলেকে নিয়ে অভাবের সংসার তার। এই পরিবারটির নেই কোন বসত ভিটা, নেই মাথা গোঁজার ঠাঁই। স্ত্রী সন্তানদের নিয়ে গত কয়েক বছর ধরে পথে পথে তিনি। হাফিজুর রহমানকে সাহায্যের হাত বাড়ায়নি কেউ। এগিয়ে আসেননি সমাজপতি বা জনপ্রতিনিধিরা। একখণ্ড ভিটে মাটির আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেও কোনো সাড়া পাননি তিনি।

হাফিজুরের পিতা ওমর ফরিক ছিলেন প্রতিবন্ধী ভিক্ষুক। চার বছর আগে মারা যান তিনি। তারও ২০-২২ বছর আগে মারা যান তার স্ত্রী উজলা বিবি। বাস্তভিটের অভাবে তাদের দুই জনের শেষ ঠিকানা হয় অন্যের জমিতে। একসময় ওমর ফকির নিজ গ্রামে সরকারিভাবে সাড়ে তিন শতক জমি পেয়েছিলেন। সেখানে ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস ছিল তার। ওমর ফকির মারা যাওয়ার পরপরই দেনার দায়ে সেই ঠিকানা হারিয়ে ফেলেন হাফিজুর। তখন থেকে পথে পথে সে।

এখন পট্টি গ্রামের জামাল হোসেনের মাটির ঝুপড়িতে তিনশ’ টাকা ভাড়ায় থাকেন হাফিজুর। সেখানে থেকে ছোট ছেলে রানাকে ও নাতি নাহিদকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠান তিনি। অর্থের অভাবে মেয়ে হাফিজা ও বড় ছেলেকে স্কুলে পাঠাতে পারেননি। বড় ছেলে রাসেল আর সে অন্যের ভ্যান ভাড়ায় চালিয়ে সংসার চালালেও একখন্ড জমি কেনার সামর্থ নেই তার।

হাফিজুর রহমান বলেন, অন্যের ঘরে ভাড়া থেকে ভ্যান চালিয়ে ছয় জনের সংসারের ঘানি টানতি হয়। মেয়েটারে একবার বিয়ে দিলাম। জামাই নেশাখোর বলে তালাক নিয়ে নিছি। গত চার বছর ধরে পথে পথে থাকলিও কেউ খবর নিইনি। মেম্বরের সাহায্যে একটু খাস জমির আশায় ইউএওর কাছে আবেদন দিইলাম। কতজনে কত কিছু পায়,আর আমার ভাগ্যে জোটে না- আক্ষেপ হাফিজুরের।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, হাফিজুরের সংসারের কষ্ট দেখা যায় না। একমাস আগে আমি সাথে করে নিয়ে ইউএনও স্যারের অফিসে খাস জমির জন্য একটা আবেদন দিয়েছিলাম। এখনও কোন অগ্রগতি দেখিনা। হাফিজুর শুরু জমি না,একটা ঘরও পাওয়ার যোগ্য।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, বিষয়টি খবর নিতে এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন এখনও হাতে পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আমিরুল ইসলাম জিবন : যশোর থেকে

ক্যাটাগরি: শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply