মঙ্গলবার বিকাল ৫:৩৩, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

কিছু মানুষ ভালোবাসাও ছড়ায়

সাবরিন সাকেমো

একজনকে চট করে খারাপ বলে দেয়াটা সহজ। কিন্তু সেই খারাপ জায়গাটাই দাঁড়িয়ে তার দৃষ্টি দিয়ে জগতটা দেখা কঠিন। সত্য কথা বলতে কী, যখন আপনি তার দৃষ্টি দিয়ে দেখবেন, তখন আর খারাপটাকে অতটা খারাপ মনে হবে না।

মানুষের মাঝে আছে ভালোবাসা। সে বাঁচেও ভালোবাসায়। সেই আদিকালে মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারত তাহলে এতোদিনে মানুষের অস্তিত্ব টিকে থাকত না। এখানে কিছু মানুষ যেমন ঘৃণা ছড়ায়, আবার কিছু মানুষ ভালোবাসাও ছড়ায়। তাইতো আমরা আজো টিকে আছি।

ক্যাটাগরি: পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply