বুধবার দুপুর ১২:৪৮, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: বিক্ষোভমিছিল, সমাবেশ

জুনায়েদ আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানীদের অমুলিম ঘোষণা ও জামিয়া ইউনুছিয়ার ছাত্রদের উপর হামলার বিচারের দাবিতে সকল মাদরাসাছাত্র ও মুসল্লিদের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল এগারটায় জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাদরাসাছাত্র ও মুসল্লিরা মিছিল নিয়ে শহরের ঐতিহ‌্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে  জড়ো হোন। পরে সেখানে  সংক্ষিপ্ত বক্তব‌্য দেন মুফতী আব্দুর রহীম কাসেমী, শায়খ সাজিদুর রহমানসহ নেতৃস্থানীয় আলেমগণ।

বক্তব‌্যে তারা সরকারের কাছে কাদয়ানীদেরকে  রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি জানান।  এ সময় উত্তেজিত জনতা কাদিয়নীরা কাফের, আমাদের নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, সোনার এই বাংলায় কাদিয়ানীদের ঠায় নাই ইত‌্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বক্তব‌্য শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বিক্ষোভ ম‌িছিল ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জসহ ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য উপজেলায়ও একই  দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: প্রধান খবর,  ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply