মঙ্গলবার রাত ১:৫৮, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

এফসি ব্রাহ্মণবাড়িয়ার জালে বসুন্ধরা কিংসের গোল উৎসব

নিজস্ব প্রতিবেদক

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংস তাদের জয়ের ধারা ধরে রেখেছে। তারকাবহুল দলটি এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে গোল উৎসব করেছে।

সোমবার (২৮ জুন) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে থাকা বসুন্ধরা কিংস ম্যাচটি ৬-০ গোলে জিতে নিয়েছে। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

দলনেত্রী সাবিনা খাতুন দারুণ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ১৮ ও ২১ মিনিটে জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার। এফসি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আক্রমণ তো দূরের কথা, প্রতিরোধই গড়তে পারেনি। বিরতির পর সিরাত জাহান স্বপ্না ২টি আর সুলতানা ১টি গোল করে বসুন্ধরা কিংসের বড় জয় নিশ্চিত করেন।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply