শনিবার সকাল ৮:৩২, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঈদের দিনে নজরুল বিশ্ববিদ্যালয় দর্শনার্থীদের ভীড়ে মুখরিত

শামিম ইশতিয়াক

ঈদ মানে যেমন আনন্দ আর খুশি তেমন ঈদ মানে হলো পরিবার,বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হওয়া, চিত্তবিনোদনের মাধ্যমে হাসিতে খুশিতে কিছু সময় কাটানো। ঈদের নামাজ আদায়ের পর পরিবারের সাথে সময় কাটানোর পর বিকালে অনেকেই বের হয় ঘুরতে, বিভিন্ন পার্ক, রিসোর্ট, প্রাচিন স্থাপনা, কিংবা বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা দেয় ভীড়, যেনো উৎসবের কোলাহলে মুখরিত এক জনসমুদ্র।

তেমনি আজ ঈদের খুশিতে পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে সময় কাটাতে ত্রিশালের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভিড় জমিয়েছে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ। ক্যাম্পাসের বটতলা, চারুদ্বীপ, ভাস্কর্য, মাঠ এবং কেন্দ্রিয় লাইব্রেরির সামনে দেখা গেছে ভীড়। ঈদের সারাদিন হালকা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও অনেকেই এসেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা সৌন্দর্য কে গায়ে মাখতে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতিবিজরিত বিশ্ববিদ্যালয় সংলগ্ন নামাপাড়ার বেচুতিয়া বেপারির বাড়ির নজরুল স্মৃতিকেন্দ্র, নজরুল জাদুঘরেও ছিলো নানান বয়সী মানুষের ভীড়, কেউ এসেছে পরিবার নিয়ে আবার এসেছে বন্ধুমহল নিয়ে।

সরেজমিন দেখা যায়, ঈদ আনন্দের পাশাপাশি দর্শনার্থীদের ভীড় ক্রমাগত মুখরিত করেছে জাতীয় কবির স্মৃতিবিজরিত নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। ময়মনসিংহের মানুষের কাছে ঘুরতে আসার এক পছন্দের অন্যতম স্থান যেনো এই নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘুরতে আসা এক দর্শনার্থী মোঃ কামাল বলেন “আমরা প্রতিবছর ঈদে এখানে আসি, কখনো পরিবার নিয়ে আসি আবার কখনো বন্ধুদের নিয়ে আসি, এবার এসেছি বন্ধুদের সাথে”

দর্শনার্থীদের ঘুরতে আসায় নজরুল বিশ্ববিদ্যালয়ের পাশের ব্যাবসা প্রতিষ্ঠানগুলোও যেনো হয়ে উঠেছে জমজমাট, বিকাল থেকেই চলছে বেচাকিনার ধুম। ‘চা কারাগার’ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী ব্যাবসায়ী মোঃ অলিউল্লাহ বলেন, “ত্রিশাল উপজেলার বাইরে থেকেও অনেকে আজকে এখানে আসছেন, অন্যান্য দিনের তুলনায় আজ তারা ভীড় জমাচ্ছেন এখানে”

ঈদের খুশি ও আনন্দকে ভাগাভাগি করে যেমন সবাই আনন্দ উৎসবে মেতে উঠে, তেমনি ঘুরতে বের হয়েও অনেকে নিজেকে করে তোলেন পরিশুদ্ধ। এজন্য ঘুরতে বের হতে অনেকেই বেছে নেন অনেক প্রতিষ্ঠান। তেমনই এক ভীড়ের প্রমাণ মিলেছে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এভাবে কোনো উৎসবে দর্শনার্থীদের ভীড় হয়ে উঠলে সারাদেশে এক সময় নজরুল বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে এক অন্যতম ভ্রমণকেন্দ্র হিসেবে।

শামিম ইশতিয়াক : ময়মনসিংহ প্রতিনিধি

ক্যাটাগরি: সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply