শুক্রবার ভোর ৫:২৫, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার ও রিমান্ডে

দেশ দর্শন প্রতিবেদক

ছবি: সংগৃহীত

গ্রেপ্তারকৃত ও রিমান্ডে যাওয়া আসামিরা হলেন সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও ফয়জুল মোরসালিন।

রাজধানীর রামপুরায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহজনক শীর্ষ নেতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাইয়েদ তাইমিয়া ইবরাহিম ওরফে আনোয়ার ও তাঁর দুই সহযোগী মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও ফরজুল মোরসালিন। পুলিশ বলছে, এই তিনজন সংগঠনটির গোপন সেলের সদস্য।

রোববার দুপুরে সিটিটিসির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সিটিটিসির স্পেশাল অ্যাকশনের একটি দলের কাছে গোপন খবর আসে নিষিদ্ধ আনসার আল ইসলামের কতিপয় সদস্য রামপুরায় নাশকতা ঘটাতে অবস্থান নিয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে স্পেশাল অ্যাকশন গ্রুপের ওই দলটি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনটির গোপন সেলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গোপন সেল বা মডিউলের মাধ্যমে তিন থেকে পাঁচজনের সমন্বয়ে গঠিত গোপন সেল এই জঙ্গি সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।

আনসার আল ইসলাম সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে একই মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য ও অর্থ সংগ্রহ করে। জনকল্যাণমূলক কাজ বা চ্যারিটির নামে দেশ-বিদেশ থেকে সাদকাহ ও জাকাত সংগ্রহ করার আড়ালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে অর্থায়ন করা হচ্ছে।

গ্রেপ্তার গোপন সেলের সদস্য সাইয়েদ তাইমিয়া ওরফে ইবরাহিম ওরফে আনোয়ার রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ব্যবসায় প্রশাসন) পাস করেন। তিনি ২০১৫ সালে আনসার আল ইসলামে যোগ দেন এবং ২০১৬ সালে থেকে তিনি গোপন সেলের দায়িত্ব পালন করে আসছিলেন। ফয়জুল মোরসালিন রাজধানীর আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলী হিসেবে স্নাতক পাস করেন। তিনি ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করতেন। তিনি ২০১৬ সালে আনসার আল ইসলামে যোগ দেন। আর গ্রেপ্তার মারুফ চৌধুরী বেসরকারি আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে ‘অন্যরকম’ গ্রুপে চাকরি করতেন। তিনি ২০১৫ সালে আনসার আল ইসলামে যোগ দেন।

এদিকে জানা যায়, আনসার আল ইসলামের এ ৩ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৭ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে এদিন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট আসামিদের আদালতে হাজির রামপুরা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আবেদন করেন।

ক্যাটাগরি: শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply