মঙ্গলবার রাত ১১:৪৩, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

দ্বিতীয়দিনে ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের চলাচল বেড়েছে

জুনায়েদ আহমেদ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল থেকে পুরো বাংলাদেশে দশ দিনের অঘোষিত ‘লকডাউন’ শুরু হয়েছে। এ লকডাউনের প্রথম দিন আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক কড়াকড়ি ও মানুষজনকে ‘হয়রানি’র মাধ্যমে শেষ হয়েছে। যা নিয়ে সামাজিকমাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

এ লকডাউনের ফলে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছিলো রাজ্যের নিস্তব্ধতা। প্রতিটা অলিগলি জনমানবহীন শূন্যতায় খাঁ খাঁ করছিলো। রাস্তায় একটু পর পর ছিলো পুলিশের টহল। বের হলেই মানুষজনকে পড়তে হয়েছিলো পুলিশি জেরার মুখে। যথাযথ কারণদর্শাতে না পারলেই ফিরে যেতে হতো বাসায়। এই অভাবনীয় অবস্থা দেখে অনেকেই অবাক হয়েছিলো। তবে আজ পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে। গতকালের তুলনায় মানুষকে অনেক বেশি চলাচল করতে দেখা গিয়েছে। পুলিশি টহলও আজ কিছুটা কম।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া, কালিবাড়ি মোড়, ফকিরাপুল ঘোরে দেখা গেছে, রাস্তায় অনেক মানুষ চলাচল করছে, দোকান থেকে এটা সেটা কেনাকাটা করছে। মুদি দোকান, ফার্মেসি ছাড়াও অন্যান্য দোকানপাটও খোলা, যেসব দোকান বন্ধ থাকার কথা ছিলো। অনেকে দোকানিকে ভয়ে অর্ধেক শাটার খোলে বেচাকেনা করতেও দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন,“ গতকাল প্রথম দিন ছিলো তো, এজন্য অনেকে ভয় পেয়ে গিয়েছিলো, কী জানি কী হয়, অনেকে বুঝে উঠতে পারেনি, তাই মানুষজন ঘর থেকে বের হয়নি। আজ সে ভয় কিছুটা দূর হয়েছে, আর  প্রশাসনের নজরদারিও কিছুটা কম ছিলো, ফলে মানুষজনও বের হয়েছে।”

জুনায়েদ আহমেদ: স্টাফ রিপোর্টার

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply