মঙ্গলবার সকাল ৮:৩৫, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়ায় পিকআপ চাপায় সিএনজি যাত্রী নিহত

নিজস্ব প্র‌তি‌বেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিকআপ ভ্যানচাপায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, জাহাঙ্গীর রংয়ের কাজ করতে তার অন্যান্য সহকর্মীদের সাথে দুপুরে সিএনজি যোগে যাচ্ছিলেন। পথে মধ্যে ধরখারের সাতপুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে চাপা দিলে জাহাঙ্গীরসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply