মঙ্গলবার সকাল ৯:২০, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়ায় জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাল টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেলে ওবায়দুল হক (৩৮) ও তার স্ত্রী জাহানারা বেগম কমলা (৩৫)।

এর আগে রোববার (১৩ জুন) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে ১০০ টাকার ১০৫টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওবায়দুল হকের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতি, অস্ত্র ও অপহরণের ৪টি মামলা রয়েছে।

আদিত্ব্য কামাল: নিজস্ব প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply